Home / চাঁদপুর / চাঁদপুরে শিক্ষামন্ত্রী বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
শিক্ষামন্ত্রী

চাঁদপুরে শিক্ষামন্ত্রী বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের জাগ্রত সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীবৃন্দের উদ্যোগে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রধান অভিভাবক ও উন্নয়নের রূপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি শনিবার বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সম্মুখে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহিদ পাটোয়ারী, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, বিশিষ্ট নাট্য নির্দেশক মো. লিটন ভূঁইয়া, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, সাংবাদিক ও নাট্য সংগঠক একে আজাদ, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সপ্তরূপার প্রধান অধ্যক্ষ ও শিল্পকলা একাডেমীর সাবেক নৃত্য প্রশিক্ষক অনিমা সেন চৌধুরী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পিযুষ, অনুপুম নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক সরকারসহ শিল্পীবৃন্দ।

মানববন্ধনে প্রতিবাদী বক্তব্যে বক্তারা বলেন,‘এই মানুষটি চাঁদপুরের জন্যে কিনা উন্নয়ন করেছে। আজকে আমরা সাংস্কৃতিক কর্মীরা এই মানববন্ধন করবো তা কখনো চিন্তা করতে পারি নাই। একজন ভালো মানুষের বিপক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে একজোট হয়ে যে রাস্তায় নামে সবাই এটাই তার প্রমাণ। আমরা মঞ্চে দাড়াতাম, আজকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। কারন চাঁদপুরের উন্নয়নকে ব্যাহত করার জন্যে এই ষড়যন্ত্র করছে।’

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৯ জানুয়ারি ২০২২