শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পাঠদান ঠিকমতো হচ্ছে কিনা, তা যাচাইয়ের জন্য পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পরিদর্শন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন,“শিক্ষার্থীরা মাস্ক পরেছে, তারা সবাই বলেছে—হাত সেনিটাইজড করেছে।
পরিষ্কারের কাজ সব সময় চলতে থাকবে। এক দিনেই সবটা আশা করতে পারি, তা নয়। তবে সবার চেষ্টা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ খুব ভালো করছেন।কেউ কেউ কোনোদিনই
আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করেননি,তারাও এখন পরিষ্কার-পচ্ছিন্ন করছেন।’
অনাভ্যাসের কারণে আমাদের প্রত্যাশার স্তরের হয়তো অনেকে পৌঁছাতে পারছেন না। তবে এই অভ্যাসগুলো সমাজে বিস্তৃত করতে হবে।”
শিক্ষামন্ত্রী আরও বলেন,“এখানে জানিয়ে এসেছি। অনেক জায়গায় না জানিয়ে চলে যাবো। গ্রামাঞ্চলের পরিষ্কার-পরিচ্ছন্ন অনেক ভালো।”
বার্তা কক্ষ , ১৯ সেপ্টেম্বর ২০২১
এজি