শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির শুক্রবার (১৯ জুলাই) এর চাঁদপুর সফর কর্মসূচি স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে তাঁর এ সফর কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড.সাইফুদ্দিন বাবু এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর এ সফর কেন্দ্রিক চাঁদপুরে যে সব কর্মসূচি নেয়া হয়েছিলো সে সবের সকল আয়োজন সম্পন্ন করা হলেও শেষ মুহূর্তে অনিবার্য কারণে তাঁর এ সফর কর্মসূচি স্থগিত করতে হয়েছে।
এতে করে কয়েকটি কর্মসূচি স্থগিত হওয়ায় এবং কয়েকটি কর্মসূচিতে তিনি উপস্থিত থাকতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে আরেক প্রেস বার্তায় জানানো হয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর রোগমুক্তিসহ দ্রুত সুস্থতায় কামনায় শিক্ষামন্ত্রী সবার কাছে দোয়া কামনা করেছেন।
করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur