শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জেআর ওয়াদুদ টিপু এবং ভাষাবীর এম এ ওয়াদুদের সহধর্মিণী শিক্ষাবিদ রহিমা বেগমের ইন্তেকালে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এই আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক শেখ নাসিমা সুলতানা, আরবি প্রভাষক, আবু জাফর মো. মোজাম্মেল হক, হাফেজ মুফতি কেফায়েত উল্লাহ, সিনিয়র শিক্ষক মো.নজরুল ইসলাম, মো. মনির হোসেন, সহকারী শিক্ষক মো. আলআমিন, মো. সাইফুল ইসলাম, মো. ইব্রাহীম খলীল প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার নুরানি শিক্ষক মো. শাহিন হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ গত ৬ মে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার মরহুমার নামাজে জানাজা কলাবাগান মাঠে শেষে দাফন করা হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১১ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur