শিক্ষামন্ত্রীর মায়ের ইন্তেকাল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন। শনিবার (৬ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রবিবার (৭ মে) সকালে দেশে ফিরবেন।

মরহুমার নামাজে জানাজা রবিবার বাদ আছর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে দাফন করা হবে।

 টাইমস ডেস্ক/৬ মে ২০২৩

Share