চাঁদপুর

শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে চাঁদপুর সরকারি মহিলা কলেজে ক্রীড়ার পুরস্কার বিতরণ

চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী নারী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে বর্ণঢ্য আয়োজন উৎসবমুখর পরিবেশে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আর ক’দিন পরেই বঙ্গবন্ধুর শতবর্ষ শুরু হবে। এই একটি বছর শুধু অনুষ্ঠানের মধ্যে সিমাবদ্ধ থাকা নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নতুন নতুন স্বপ্ন নিয়ে কাজ করা হবে।

স্বাধীনতা পরবর্তীতে জাতির পিতাকে খুনিরা হত্যা করেছিলো। যখন দোশটা বিশ্বকে মাথা উচিয়ে দোলাচ্ছিললো সেটি তারা পছন্দ করেনি। আমাদের অনেকগুলো প্রজন্ম বড় হয়েছে বঙ্গবন্ধুর নাম যেনে। ২১ টি বছর বঙ্গবন্ধুর ভাষন কোথাও বাজাতে দেয়া হয়নি। অথচ ইনেস্কো কর্তৃক স্বীকৃতি দেয়া হয়েছে। সেই বঙ্গবন্ধুকে আমরা আবার নতুন করে অবিস্কার করছি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কল্যানে আমরা আবার জাতির পিতাকে নতুন করে জানতে পারছি।

তিনি আরো বলেন, আমাদের জাতির পিতাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। তিনি যে সোনার বাংলা, সোনার দেশের কথা বলেছে সেটি বুঝতে হলেও জাতির পিতাকে বুঝতে হবে। আগে আমরা মানুষের মুখে বঙ্গবন্ধুর কথা শুনতাম। আর এখন আমরা তার নিজের লেখা পড়ে তার সম্পর্কে জানছি। বঙ্গবন্ধুর ৩টি বই আমরা পেয়েছি। তোমরা সেই বিগুলো পড়বে। বঙ্গবন্ধুকে জানবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো জামাল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তলন, শান্তির পায়রা উন্মুক্ত আকাশে উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। সবশেষে শিক্ষামন্ত্রী কলেজের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৫ মার্চ ২০২০

Share