ফরিদগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধানশিক্ষক মরহুম মো. সাহাদাত হোসেনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি গত বছরের ১৩ মে ফরিদগঞ্জের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিকভাবে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া শিক্ষাবিদ মরহুম মো. সাহাদাত হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয়ভাবে বেশ কয়েকটি দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
শিক্ষাবিদ মরহুম মো. সাহাদাত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার মেঝো ছেলে দৈনিক ইলশেপাড়ের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম মরহুমের রুহের মাগফেরাতের জন্য তার সহকর্মী, অগণিত শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীসহ জেলার সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, বরেণ্য শিক্ষাবিদ মরহুম মো. সাহাদাত হোসেন কর্মজীবনে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৩ মে ২০২০