এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেধাবীদের প্রতি চাঁদপুর টাইমস পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।
এর পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও কর্মরত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের প্রতিও রইলো আমাদের নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন।
কেননা জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান ও কর্মরত শিক্ষক – শিক্ষিকাগণ আজ বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই তাদের প্রতি রইলো সম্মান ও শ্রদ্ধা ।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান ও কর্মরত শিক্ষক-কর্মচারীদেরও সম-অবদানের বিষয়টি আলোচনায় চলে আসে।
কারণ ভালো বা খারাপ যে ফলাফলই হউক না কেন এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান ও কর্মরত শিক্ষক-শিক্ষিকার সুনাম-দুর্নাম উভয়টাই জড়িত।
সরকারও প্রতি মাসে শিক্ষক,কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন। যার উৎস এদেশের সাধারণ মানুষের প্রদত্ত ভ্যাট বা ট্যাক্রের টাকা। যা দিয়ে পরিশোধ করতে হয়।
দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, সকল বোর্ডের পাসের গড় হার ৭৪% ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার (১৮ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি প্রদান করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ওই সময় তাঁর সঙ্গে ছিলেন। তিনি দুপুর ১ টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরীক্ষাটি ৩ এপ্রিল ২০১৬ শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলে। ৮টি সাধারণ ও ২টি মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩ শ’৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ লাখ ২১ হাজার ৩ শ’৯৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ১শ’৫০ জন। তবে ১৭ হাজার ৭শ’৫৮ জন পরীক্ষা দেয়নি। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২শ’৭৬ জন।
আমরা জাতির গর্বিত মেধাবী এ সন্তানদের নিয়ে অহংকার বোধ করছি। এরাইতো আগামি দিনের জাতির কান্ডারী হয়ে দিক-নির্দেশনা দেবে। তাদেরও উচ্চ শিক্ষা গ্রহণ করে আলোকিত মানুষ হবে । দেশকে পরিচালনা করতে মেধা ও মননের চর্চা অর্জন করে পাইলটের ভূমিকা পালন করতে হবে ।
উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমাদের মেধাবীদেরকে যোগ্য,আদর্শ ও চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক হতে যথাযথ ভূমিকা পালন করবে -এ প্রত্যাশাই করছি।
সম্পাদকীয় : আপডেট, বাংলাদেশ সময় ০৮:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ