করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী পরিস্থিতির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।চলমান ছুটির শেষ দিন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
ছুটির সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এর আগের ঘোষণায় ১২ জুন পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।
করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ কারণে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে।
গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হলো।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে টিকাদান চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলাকালে অনলাইনে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে। এ ছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হবে যথারীতি।
ঢাকা চীফ ব্যুরো, ১২ জুন,২০২১;