মতলব ও ঢাকাতে শিক্ষাগুরু ওয়ালী উল্লাহের মৃত্যুবার্ষিকী পালিত

দেশবরেণ্য শিক্ষাবিদ মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ২২ তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে।

মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারী স্মৃতি সংসদের উদ্যেগে ২৭ আগস্ট শুক্রবার মতলব দক্ষিণে ও ঢাকায় মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারতসহ প্রয়াত সকল শিক্ষক, শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া করোনায় আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।মতলব হাই স্কুল জামে মসজিদে বাদ জুম্মা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুম ওয়ালী উল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক হাসানপুর শহীদ নজরুল ইসলাম সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন জামাল, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম,সহ-সভাপতি ডাঃ লেকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এজেডএম মহিউদ্দিন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, প্রাক্তন সহকারী শিক্ষক নুরুল ইসলাম, মোঃ শাহজাহান,মুন্সীরহাট কলেজের প্রভাষক জসিম উদ্দিন, মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডপর কাউন্সিলর আনিছুর রহমান আনু, আওয়ামী লীগ নেতা জহির খান,ওবায়েদ উল্লাহ,মাইন উদ্দিন রেকন,আবুল হাসানাত খোকা,সংগঠনের সদস্য মাসুম আহমেদ, মাহবুব আলম রাসেল,তানভীর আহমেদ, আজাদ নিপু,মাহমুদুল হাসান রুবেল,তোফায়েল আহম্মেদসহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের খতিব মাওলানা মনজুর আহমেদ ও বিল্লাল হেসেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক

Share