২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে চাঁদপুরে অর্থমন্ত্রী বরাবর বাজেট প্রস্তাবনা পাঠানো হয়েছে। রোববার (২২ মে) দুপুরে ইসলামী ছাত্রসেনা পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে এই প্রস্তাবনা পাঠানো হয়।
জেলা প্রশাসকের পক্ষে প্রস্তাবনা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাত হোসেন।
বাজেট প্রস্তাবনায় উল্লেখ করা হয়, জাতীয় জীবনে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারা বছরের আয় ব্যয় কেমন হবে তার প্রতিফলন ঘটে জাতীয় বাজেটে। তাই একটি উন্নত শিক্ষীত ও শক্তিশালী জাতী গঠনে এবারের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে যেনো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের রাখার দাবি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা জেলা শাখার সহ-সভাপতি নবাব খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মু. আ. আল আমিন সাকী, অর্থ সম্পাদক নুরুল আলম মামুন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য সালাউদ্দিন প্রমুখ।
]আশিক বিন রহিম[
: আপডেট, বাংলাদেশ সময় ২:৫০ পিএম, ২২ মে ২০১৬, রোববার
ডিএইচ