Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
শিক্ষাক্ষেত্রে

শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

‘বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে পিছিয়ে পড়া, অনুন্নত, দরিদ্র দেশের চেহারা পাল্টে দিয়ে, সারাবিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাসহ উন্নয়নের রোল মডেলে হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’

১১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ও একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ, অধ্যাপক ড. শামসুল আলম মোহন ।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদ ও ধর্মান্ধতা রুখতে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। তোমরা সম্ভাবনাময় আগামী প্রজন্ম। তোমরাই জঙ্গিবাদ ও ধর্মান্ধতা মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।’

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আরও বলেছেন, ‘আমিও একদিন তোমাদের মত ছিলাম। আমি আসা করি তোমরাও একদিন লেখাপড়া করে আমার চেয়ে বড় হবে। ৫৬ বছর পর বক্তব্য রাখলাম এই প্রতিষ্ঠানে। আজ এখানে বক্তব্য রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তবেই জীবনে সাফল্য ধরা দিবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ নূরুল আমিন রুহুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন,মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সাইফুল ইসলাম, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান, লুধুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ফজিলা পারভীন, অভিভাবকদের পক্ষ মোঃ কামরুল সরকার,দশম শ্রেণির শিক্ষার্থী হিমু খান, পরীক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক