চাঁদপুর

বালক সপ্রাবি’র সমাপনি পরীক্ষার্থীদের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর শহরের আদালত পাড়া ৫নং বালক (কদমতলা ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার(১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিল ও শিক্ষাউপকরণ বিতরণ অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান তিনি বলেন, এ প্রাথমিক বিদ্যালয়টি শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়নে এ বিদ্যালয়টি কাজ করছে । লেখাপড়ায় অনেক এগিয়ে রয়েছে । এ প্রতিষ্ঠানটি সমাপনী পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করবে এ আশা রাখছি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী তিনি বলেন, এ বিদ্যালয়ে অত্যন্ত দক্ষ শিক্ষকমন্ডলী এবং শক্তিশালী ম্যানেজিং কমিটির দ্বারা পরিচালিত হয়ে আসছে । যার কারণে বিদ্যালয়ের ফলাফল ভালো করছে। আশা করছি এ বছর সমাপনী পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করবে সেই দোয়া করছি । তাহলে প্রতিষ্ঠানের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়বে ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, জেলা স্কাউটের উপ-পরিচালক ইকবাল হোসেন,চাঁদপুর পৌরসভার কাউন্সিলার ডি এম শাহাজাহান ।

এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয় সহকারী শিক্ষিকা খালেদা আফরুজ, সহকারী শিক্ষক ওমর ফারুক খাঁ, সহকারী শিক্ষিকা ফৌজিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা রায়হান আক্তার, সহকারী শিক্ষিকা মাহফুজা আক্তার, সহকারী শিক্ষিকা মিতা রানী দাস ।

অনুষ্ঠানে সমাপনী পরীক্ষার্থীদের শিক্ষাউপকরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী ।

শুরুতে বিদ্যালয়ের উদ্যোগে সমাপনি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।

করেসপন্ডেন্ট।। আপডটে, বাংলাদশে সময় ৯ :৩৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

Share