জাতি গড়ার কারিগর শিক্ষক– কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন

জাতি গড়ার কারিগর শিক্ষক-এটা একটা মুখরোচক বাণী হয়ে গেছে। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা না দিয়ে একধরনের বাহাস চলছে। শিক্ষকদের উপর চলছে নির্যাতন। সামাজিক নিরাপত্তায় ভুগছে শিক্ষকরা। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটির সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টা শহরস্হ সাহিত্য একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মো.বিলাল হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা আবদুল গনি,মতলব দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ,সদর উপজেলা সভাপতি মো.দেলোয়ার হোসেন,জেলা অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মো.ফয়েজুল হক ফয়েজ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন,ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক মো.মাহফুজুর রহমান,জেলা দপ্তর সম্পাদক হাসান আহমেদ, জেলা সদস্য মোহাম্মদ হানিফ ও হাফেজ মো. মোস্তফা কামাল।

সভায় জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘ মুক্তিযুদ্ধের ৫৩ বছর অতিবাহিত হতে চলছে অথচ শিক্ষাব্যবস্হা জাতীয়করণ যেন স্বপ্নের মতো হয়ে গেলো। শিক্ষাকে গুরুত্ব না দিয়ে জাতিকে আজ বিপন্ন করে তুলেছে। রাষ্ট্রীয়ভাবে শিক্ষকদের অবমূল্যায়ন করা মানেই জাতিকে মূলধারা থেকে সরিয়া নেয়া।

এমপিওভূক্ত শিক্ষকগণ জাতীয়করণের লক্ষে পূর্ণাঙ্গ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার মতো ছোট দাবি করছে অথচ এখন পর্যন্ত পূরণ হচ্ছে না। শিক্ষক সমাজ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের এ দাবিতে বোধোদয় ঘটবে এবং এমপিওভূক্ত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হবে। ’

সভা হতে আগামি ৫ অক্টোবর বিকাল ৪ টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার সিদ্ধান্ত হয় এবং নভেম্বর মাসে জেলা সম্মেলন করারও সিদ্ধান্ত হয়।

প্রেসবিজ্ঞপ্তি
৩০ সেপ্টেম্বর ২০২৪
এজি

Share