৪৮০ শিক্ষক-কর্মচারী পাচ্ছেন কল্যাণ ট্রাস্টের অর্থ

আসন্ন ঈদুল ফিতরের আগে ৪৮০ শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার অর্থ ছাড় দেয়া হয়েছে। অবসরে যাওয়া বেসরকারি এ শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা অনুমোদন দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট।

ঈদের আগেই ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে এ শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে তাদের টাকা পৌঁছে যাবে। ঈদের উপহার হিসেবে এ টাকা ছাড় দেয়া হয়েছে।

রোববার ৯ মে কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু সাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে,করোনা মহামারির মধ্যে ঈদকে সামনে রেখে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এ অর্থ ছাড় করা হয়েছে। এর ১৫ দিন আগেও কল্যাণ ট্রাস্টের ৬৪২টি আবেদনের বিপরীতে ২৭ কোটি টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়।

এ নিয়ে এক মাসে ১ হাজার ৩ শ জন শিক্ষক-কর্মচারীকে ইএফটির মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু বলেন,‘জনবলসহ নানাবিধ সংকটের মধ্যেও জাতির এ দুঃসময়ে উল্লেখযোগ্য সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেয়া হয়েছে।’

ঢাকা ব্যুরো চীফ , ১০ মে ২০২১
এজি

Share