চাঁদপুরে বাকশিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক -এ প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করা হয় ।

ডিএন উচ্চ বিদ্যালয়ে বেলা ৪.৩০ জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মতলব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারেফ হোসেন,মুন্সিরহাট কলেজের অধ্যাক্ষ এম.এ মালেক,হাজীগঞ্জ দেশগাঁও কলেজের অধ্যক্ষ আজহারুল কবির, অধ্যক্ষ মমিনুল হক পাটোয়ারী,কারিগরি কলেজের অধ্যক্ষ হায়দার আলী এবং ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জাকির হোসেন,সহকারী অধ্যাপক সোয়েব আহম্মেদ,অধ্যাপক চৌধুরী খোরশেদ আলম,অধ্যাপক হারুন অর রশিদ,অধ্যাপক মোস্তাফিজুর রহমান,অধ্যাপক মাইনুদ্দিন,অধ্যাপক মো.দেলোয়ার হোসেন ও শরীফ হোসেন পাটোয়ারী।

সভায় বিশ্ব শিক্ষক দিবসটি জাতীয়ভাবে পালনের আহবান জানান। এছাড়াও দেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, বাড়িভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন যৌতিক দাবিগুলো মেনে নেয়ার আহবান জানানো হয়। সভা শেষে বাকশিসের সাংগঠনিক সভাও অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত , ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপি পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। সারাদেশের স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে।

এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্যেই পালন করা হয়। পৃথিবীর সব দেশের সমাজের কাজে শিক্ষক দিবসটি অত্যন্ত গৌরব ও মর্যাদার বিষয় ।

ইউনেস্কোর মতে,বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১শ’৪১টি দেশের এ দিবসটি পালিত হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। দিবসটি পালনের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

আন্তর্জাতিক এ সংগঠনটি জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো কর্তৃক প্রণীত দলিলটি যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা করার অর্থবহ উদ্যোগ গ্রহণের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কোর তৎকালীন মহাপরিচালক ড.ফ্রেডারিক এম মেয়রের ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালনের শুভ সূচনা হয়।

১৯৯৪ সালের পর থেকে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার ও মর্যাদা সম্পর্কিত সাফল্যকে সমুন্নত রাখাসহ আরো সম্প্রসারিত করার লক্ষ্যে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বর্তমানে বিশ্বের ১শ ৪১ টি দেশে এ দিবসটি পালিত হচ্ছে।

আবদুল গনি , ৫ অক্টোবর ২০২১

Share