Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / অধ্যক্ষের মৃত্যুতে শিক্ষক সংগঠনের শোক প্রকাশ
MOJIB

অধ্যক্ষের মৃত্যুতে শিক্ষক সংগঠনের শোক প্রকাশ

ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী হাইস্কুল এন্ড কলজেরে প্রাক্তন অধ্যক্ষ, চাঁদপুর সদরের জিলানী চিশতী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাবেক প্রভাষক,শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্টি শিক্ষানুরাগী মাে.মুজিবুর রহমান সােমবার (১৩ আগস্ট) সকাল সােয়া ৯ ঘটকিায় নিজ বাড়িতে বাধর্ক্যজনিত কারণে ইন্তেকাল করছেনে (ইন্না..রাজউিন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তাঁর এ মৃত্যুতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড.মুহাম্মদ আলমগীর কবির পাটওয়ারী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফায়াত আহমদ ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শােকাহত পরিবারের প্রতি সমবদেনা জানান।

এছাড়াও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো.হারুন অর রশিদ, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অনুরূপ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৭: ০৫ পিএম, ১৩ আাগস্ট ২০১৮, সোমবার
এজি

Leave a Reply