প্রধান মন্ত্রী কার্যালয়ের এটুআই এর শিক্ষা বিষয়ক পোর্টাল শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ায় সোনালী আসর, ভৈরব থেকে সংবর্ধিত হলেন চাঁদপুরের শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন ।
গত ১৯ আগস্ট কিশোর গঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আফিকুল ইসলাম হারিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহা পরিচালক ও অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক। এসময় স্থানীয় বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মোহাম্মদ সোহারব হোসেন চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বে তিনি একই যোগ্যতা অর্জনের জন্য ঢাকা ক্যামব্রিয়ান কলেজ ও এটুআই থেকে দু,বার সম্মাননা পেয়েছেন।।
কবির হোসেন মিজি।।
: আপডেট, বাংলাদেশ ১ : ০০ পিএম, ২৩ আগস্ট ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur