Home / চাঁদপুর / চাঁদপুরে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
শিক্ষক

চাঁদপুরে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে সারাদেশে ন্যায় চাঁদপুরে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশীরা শিক্ষকরা। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে জেলার নিবন্ধনধারী শিক্ষকরা অংশ গ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শামসুদ্দিন, যুগ্ন-আহবায়ক আশিক দেবনাথ, বিভাগীয় সম্পাদক শফিকুল ইসলাম, বিভাগীয়সহ অর্থ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মুজিব শতবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করতে হলে প্যানেল নিয়োগ ছাড়া বিকল্প নেই। কেননা এনটিআরসিএ এখন পর্যন্ত তিনটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষাধিক শিক্ষক নিয়োগের কথা বলেছে। তবে এর মধ্যে অধিকাংশই ইনডেক্সধারী। এর ফলে শিক্ষক সংকট লেগেই থাকছে। প্রতিবার যখন গণবিজ্ঞপ্তি হয় তখন এটি বদলি বিজ্ঞপ্তি হিসেবেই গণনা করেন নিবন্ধনধারীরা। এর ফলে একদিকে যেমন শিক্ষক সংকট তৈরি হচ্ছে অন্যদিকে নিবন্ধনধারীরা হতাশায় ভুগছেন।

তারা আরো বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। তবে এর মধ্যে মাত্র ১৪ হাজার প্রার্থী প্রকৃত পক্ষে নিয়োগ পেয়েছেন। আর বাকিরা সবাই ইনডেক্সধারী। তারা এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে বদলির আবেদন করেছেন। সবগুলো পদ যদি ইনডেক্সধারীদের বিপরীতে পূরণ হয় তাহলে নতুন বা এখনো যারা নিয়োগ সুপারিশ পায়নি তারা কখনোই চাকরি পাবে না।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়নে যৌক্তিকতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক শিক্ষা। দেশের অনেক বিদ্যালয়ে বর্তমানে দুই-একজন করে শিক্ষক দিয়ে কোনো মতে শিক্ষাকার্যক্রম চলছে। তাই দ্রুত প্যানেল নিয়োগ দিলে শিশুদের মৌলিক অধিকার রক্ষা হবে।

এছাড়াও সম্প্রতি সংকট বিবেচনা করে ভাইভা ছাড়াই মিডওয়াইফ নিয়োগ, নার্স, বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে প্রাথমিকে কেন নয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদ ও কোটা পূরণ না করেই নিয়োগ কার্যক্রম শেষ করে হাজার হাজার মামলায় দিশেহারা কর্তৃপক্ষ। প্যানেলের পক্ষে ১৮৩ জন সংসদ সদস্য মত প্রদান করে লিখিত ডকুমেন্ট ডিও লেটার প্রদান করেছেন। তাই এখন প্যানেলের মাধ্যমে নিয়োগ সময়ের দাবি। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১১ ফেব্রুয়ারি ২০২২