চাঁদপুরে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৫ টায় শপথ চত্তর বায়তুল আমিন মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে ।
ঢাকায় কেন্দ্রিয়ভাবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কর্তৃক ঘোষিত ১৪ জুলাই সংবাদ সম্মেলনে ১১ দফা আদায়ে ৪টি কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচির আলোকে চাঁদপুরে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের শিক্ষক কর্মচারীরা জেলা সদরের শপথ চত্বর বৃহস্পতিবার ২০ জুলাই ৫ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্েরন্টর আহ্বায়ক অধ্যক্ষ শাফায়াৎ আহমদ ভূঁইয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে : মানব বন্ধন ৫টায় শপথ চত্বর জেলা সদর ২০ জুলাই,দাবির সপক্ষে মিছিল-স্ব-স্ব উপজেলা সদর ২৩ জলুাই, ৩০ জুলাই শিক্ষক কর্মচারী সমাবেশ,জেলা প্রশাসকের কার্যালয় সামনে ১১টায় অনূষ্ঠিত হবে । সকল বেসরকারি স্কুল,কলেজ ও কারিগরি শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি সফল করা অনুরোধ করেন।
সরকার উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়ন না করলে আগামী ৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধমে পরবর্তী কর্মসূচির আলোকে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখা কর্মসূচি পালন করবে। শিক্ষকরা আশা করছেন,সরকার বিষয়টির গুরুত্ব দিয়ে ১১ দফা বাস্তবায়নে আন্তরিক হবেন।
প্রতিবেদক:আবদুল গনি
:আপডেট, বাংলাদেশ সময় ১:৫০ পিএম,১৯ জুলাই ২০১৭,বুধবার
ডিএইচ