জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির আহবানে বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা না দেয়ার প্রতিবাদে ও ৫% ইনক্রেমেন্টসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে ১১ এপ্রিল বেলা সাড়ে ১০টায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।
উক্ত কর্মসূচিতে জেলার সকল স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ সাফায়াৎ আহমেদ ভূঁইয়া।
এদিকে শনিবার ৮ এপ্রিল সন্ধ্যা ৮ টায় চাঁদপুর শিক্ষা গবেষণা কেন্দ্রে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাফায়াৎ আহমেদ ভূঁইয়া।
সভায় উপস্থিত বক্তাগণ অবস্থান কর্মসূচি শতভাগ সফল করতে বিভিন্ন প্রস্তাব উপস্থাপনা করেন এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণের অনুরোধ জানান।
প্রেস বিজ্ঞপ্তি
আপডেট, বাংলাদেশ সময় ২: ৩৩ এএম, ৯ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur