ঈদের এক সপ্তাহ আগে দেশের এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।
অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে বলে ১৩ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষকদের ঈদ কেনাকাটার স্বার্থে কোভিড-১৯ পরিস্থিতিতেও ঈদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।
শাহেদুল খবির চৌধুরী বলেন, নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে মাউশির ইএমআইএস সেল কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে এসে সেদিনেই চেক ব্যাংকে পাঠানো হবে।
এদিকে শিক্ষকদের জুন মাসের বেতন ছাড়া হয়েছে আজকে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
এমপিওভুুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশের ৮টি চেক সোমবার অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
ঢাকা ব্যুরো চীফ, ১৩ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur