চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯ নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১জন জিপিত্র-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সংবর্ধনা রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ।
তিনি বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এ প্রথম ৩১জন শিক্ষার্থী জিপিত্র-৫ পেলো। এটা বিদ্যালয় শিক্ষক, অভিভাবক, স্কুল ও সর্বোপরি এলাকাবাসীর জন্য অনেক গর্বের বিষয়। এ অর্জন ধরে রাখতে হবে। আগামীতে শিক্ষকদের আরো বেশী পরিশ্রম করতে হবে। এ জন্য শিক্ষার্থীরদের পাশাপাশি শিক্ষকদেরও সংবর্ধনা ও পুরস্কার দিচ্ছি ।
তিনি আরো বলেন, এ বিদ্যালয়টিকে এ অঞ্চলে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই । প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা অনেকাংশে সমাধান হয়েছে। এখন ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে। এ সরকার শিক্ষা বান্ধব সরকার । প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনেক যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মাসুদুন্নবী মাসুম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সফিক কারী, মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক কারী প্রমুখ।
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, জিলানী চিশতী কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী , ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবুল কাসেম কারী, অভিভাবক আব্দুল আজিজ মিজি, সহকারী শিক্ষক মো. দিদার হোসেন মিজি,সহকারী শিক্ষিকা শামিমা সুলতানা, শাহিনা আক্তার, নাজিয়া মাহাবুব, তানজিনা খানম, মোঃ কবির হোসেন চৌধুরী প্রমুখ ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
এইউ