Home / চাঁদপুর / চাঁদপুরে জামায়াতের লিফলেটসহ শিক্ষক আটক
Chandpur-Times

চাঁদপুরে জামায়াতের লিফলেটসহ শিক্ষক আটক

চাঁদপুর শহরে জামায়াতে ইসলামীর বেশকিছু লিফলেটসহ রোববার (২৪ জুলাই) সকালে শহরের স্ট্যান্ড রোড একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হোস্টেল থেকে শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক মো. আবু সুফিয়ান (৪০) আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল সুপার। তিনি চাঁদপুর সদরের মহামায়া বাজার কেতুয়া এলাকার আব্দুর রশিদ পাটওয়ারীর ছেলে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ওয়ালীউল্যাহ বলেন, ‘গোপন সংবাদ পেয়ে কলেজটির ছাত্র হোস্টেলে অভিযান চালানো হয়। তার কাছে ‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তি চাই’ লেখা কিছু লিফলেট পাওয়া গেছে।’

তাকে পুলিশ হেফাজতে রেখে ‘জিজ্ঞাসাবাদ’ করা হচ্ছে বলে জানান তিনি।

যদিও মানবতা বিরোধী অপরাধে দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Leave a Reply