জাতীয়

শিক্ষকের রক্তে রক্তাক্ত রাবি

আবারো শিক্ষকের রক্তে রক্তাক্ত হল রাজশাহী। এবার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিককে (৫২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় ওই শিক্ষকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ির প্রায় দেড়শ গজ দূরে যাওয়ার পর পরই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয়।মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে রাজশাহী মোট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সঙ্গীত পাগল মানুষ ছিলেন। নিজেও সঙ্গীত চর্চা করতেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত।

এর আগে ২০১৪ সালের ১১ নভেম্বর রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারও আট বছর আগে ২০০৫ সালে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম তাহেরকে ক্যাম্পাসে বাসার ভেতরেই কুপিয়ে হত্যা করা হয়েছিল।

 

নিউজ ডেস্ক : আপডেট ১১:০০ এএম, ২৩ এপ্রিল  ২০১৬, শনিবার

ডিএইচ

Share