Home / চাঁদপুর / শিক্ষকরা হলো সমাজের আইকন : জেলা শিক্ষা অফিসার
edu-.oFf

শিক্ষকরা হলো সমাজের আইকন : জেলা শিক্ষা অফিসার

চাঁদপুর সদর মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়ে সদর মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো.গিয়াস উদ্দিন বলেন,‘শিক্ষকগণ হলো সমাজের আইকন। শিক্ষকগণ জাতি গঠনের কারিগর। শিক্ষকদের সমস্যা শিক্ষকরাই করবেন। শিক্ষকদের কথা শুনলেই আমি চলে আসি। কেননা আমিও শিক্ষক ছিলাম। শিক্ষকদের মর্যাদা শিক্ষকদেরকেই রক্ষা করতে হবে।

চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী চাঁদপুর-হাইমচর আসনের এমপি শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি আমাদের গর্ব,জেলার গর্ব,দেশের গর্ব এবং বিশ্বের বিভিন্ন দেশেও তিনি প্রশংসার দাবি রাখে। শিক্ষা অধিদপ্তরের অনেক কর্মকর্তা প্রসঙ্গ টেনে আমাদেরকে বলেন-এক ঘন্টায় আমরা যা বুঝাতে চাই ; তিনি ৫ মিনিটেই সেটা বুঝে নেন।’

চাঁদপুর সদরের লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়ের ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ১০টায় আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং তিনি স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক ডা.এসএম শহীদুল্লাহ ও শিক্ষা পরিদর্শক মো.আজিজুর রহমান ।

শিক্ষক প্রতিনিধি সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম ও নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন।

জেলা শিক্ষা অফিসার আরো বলেন,‘শিক্ষাকে উন্নত করতে হলে শিক্ষকদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষকদের মাঠে নামার কোনোই প্রয়োজন নেই। আমরা শিক্ষকরাই পুলিশসহ দেশের সকল উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী তৈরি করি। রাস্তায় নেমে দাবি আদায় করতে হবে না। চাঁদপুরকে সারাদেশের ‘শিক্ষার মডেল’ হিসেবে তৈরি করতে চাই। চাই সকলের সহযোগিতা ।’

তিনি আরো বলেন ,‘ সরকার নন-এমপিও শিক্ষকদের অনুদানের ব্যবস্থা করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই চাঁদপুরের সকল নন-এমপিও শিক্ষকদের তালিকা প্রেরণ করেছি। বর্তমানে শিক্ষার্থীর কাছ থেকে বেতন নেয়া-না নেয়ার এমন কোনো নীতিমালা বা নির্দেশনা আমাদের কাছে আসেনি। শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদেরকে সমন্বয় করে তা করা যেতে পারে। তবে সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। দেরিতে হলেও চাঁদপুর সদরে একটি শিক্ষক সমিতির যাত্রা শুরু হলো এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’

চাঁদপুরের শিক্ষক সংগঠন,শিক্ষক আন্দোলনের অতীত ,বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপন্থা,বর্তমান দাবি আদায়,সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বিরাজমান বৈষম্য নিয়ে উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো.ইলিয়াস খান,প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান,প্রধানশিক্ষক মো.মজিবুর রহমান,প্রধানশিক্ষক মনির আহমেদ সিদ্দিকী,ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল হান্নান মিয়াজী, প্রধানশিক্ষক সাবেরা বেগম,জেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেন,সহকারী শিক্ষক মো.আবুল কাশেম মিয়াজী,সহকারী শিক্ষক মো.কাজল হোসেন ।

সম্মেলনে চাঁদপুর সদর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে লেডি দেহলভী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.ইলিয়াস খান ও সাধারণ সম্পাদক নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.সাখাওয়াত হোসেন এবং বালুধূম উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.কাউছার আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ চাঁদপুর সদর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। চাঁদপুরের সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী প্রধান ,সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

আবদুল গনি , ২৯ অক্টোবর ২০২০