ফল প্রকাশের এক মাসের মধ্যে নির্বাচিত প্রার্থীর নিয়োগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরুরি নোটিশ পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
এনটিআরসিএ চেয়ারম্যান এএমএম আজহার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ৯ অক্টোবর মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ১২ হাজার ৬ শ’১৯ টি শূন্য পদে প্রার্থী সুপারিশ করা হয়েছে। ফল প্রকাশের একমাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত প্রার্থী/প্রার্থীদের নিয়োগপত্র জারি করবেন।
১৭ অক্টোবর দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদেরও ই -মেইলে এ নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়, ২ হাজার ৩ শ’৯৩ জন প্রার্থীকে ১২ হাজার ৬ শ’১৯ টি শূন্য পদের জন্য নির্বাচিত করা হয়েছে। যারা একাধিক পদে নির্বাচিত হয়েছেন তারা পছন্দ অনুযায়ী একটি পদ নির্বাচিত করবেন।
পরবর্তীতে শূন্য পদের জন্য অতিসত্বর স্বয়ংক্রিয়ভাবে মেধাক্রম অনুসারে প্রার্থী নির্বাচন করে প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হবে।(শিক্ষা বার্তা)
।। আপডটে, বাংলাদশে সময় ৭:১১ পিএম, ১৯ অক্টোবর ২০১৬, বুধবার
এজি/ এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur