চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- স্লোগানকে সামনে রেখে রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এসে সমাপ্তি হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
এসনয় তিনি বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই,মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ( ভারপ্টাপ্ত)চন্দ্র সরকার, মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ( ভারপ্রাপ্ত) মোঃ মকবুল হোসেন,মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান , মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি আক্তার,মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেন, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোহেন খান,আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক কেএম ফয়েজুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া,চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বকুল ও মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোরশেদ আলম সিরাজী এবং গীতা পাঠ করেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৫ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur