চাঁদপুর সদরের শাহতলী জিলানী চিশতী কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনাতনে অনুষ্ঠিত হয় ।
কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে বলেন,এ কলেজটি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান । এ ঐতিহ্য ফিরে আনতে হবে ।
এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা সমাধান হলে লেখাপড়ার মান উন্নত করতে হবে । রেজাল্ট ভালো করতে হবে ।
পাবলিক পরীক্ষায় বিষয়ভিত্তিক ফলাফল খারাপ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
যেসব বিষয় ভালো করবে সেইসব শিক্ষকদের পুরস্কৃত করা হবে ।
তিনি বলেন,কলেজের বাড়তি ক্লাসে যে সব পরীক্ষার্থী অনুপস্থিত থাকবে তাদের অভিভাবক চিঠি দিতে হবে ।এ ব্যাপারে শিক্ষকদের প্রয়োজনে পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী যেতে হবে । শিক্ষকদের কলেজে আগমন প্রস্থান নিশ্চিত করা হবে । কোনো শিক্ষক নিয়ম ভঙ্গ করলে তাকে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।
মতবিনিময় সভায় অংশ নেন গভনির্ং বডির অভিভাবক সদস্য ইউপি মেম্বার মোঃ সফিক কারী,গভনির্ং বডির অভিভাবক সদস্য শাহজাহান খান,গভনির্ং বডির অভিভাবক সদস্য মোঃ জাকির মুন্সি,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি গোলাম সারোয়ার কচি,সহকারী অধ্যাপিকা মিসেস সাহেরা আক্তার,সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারী অধ্যাপিকা আলেয়া চৌধুরী, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মো. নুরুল বাতেন,প্রভাষক শামিমা আক্তার,গভনির্ং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি মিসেস নুরুর নাহার বেগম মুক্তা,প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক জিয়াউর রহমান,প্রভাষক মো. হনিফ মিয়া,প্রভাষক জহিরুল ইসলাম খান মুরাদ,প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মাহাবুবুর রহমান,প্রদর্শক মুঞ্জুর হোসেন পাটোয়ারী, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. রানা সরকার, অফিস সহকারী মেহেদী হাসান প্রমুখ।
এর আগে সকাল ১০টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর সভাপতিত্বে কলেজ গভনির্ং বডির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ২০ এএম, ২৭ জানুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ