‘শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে অক্টোবরে কাজ শুরু’

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটি আগামী অক্টোবরে কাজ শুরু করবে।

সচিবালয়ে বুধবার বিকেলে অর্থমন্ত্রী ও কমিটির সভাপতি আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে পোল্যান্ডের ডেপুটি ট্রেজারি মিনিস্টার জিসওয়াভ গাডলিকের নেতৃত্বে ঢাকা সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। ঢাকাস্থ পোল্যান্ডের রাষ্ট্রদূত টমাস লুকাসজুক এ সময় উপস্থিত ছিলেন।

নতুন পে-স্কেল নিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি সুরাহা করতে বুধবার দুপুরে বিদ্যমান ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটির বৈঠক কবে হবে— জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর কমিটি কাজ শুরু করবে।’

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে যাবেন অর্থমন্ত্রী। এরপর পেরুর লামায় যাওয়ার কথা রয়েছে তার। ১৬ অক্টোবর অর্থমন্ত্রী দেশে ফিরবেন।

 

| আপডেট: ০৯:৫২ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share