চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি ) আইসিটি ও শিক্ষা এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব ) মোহাম্মদ আবদুল হাই বলেছেন, ভালো ফলাফলে শিক্ষকদের পাঠদানে আরো বেশি মনোযোগী হতে হবে।’
মঙ্গলবার (১ আগষ্ট ) দুপুর ১২টায় চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে শিক্ষক মিলনায়তনে শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বক্তব্যে বলেন, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয় শহরের একটি সুনামধর্মী শিক্ষা প্রতিষ্ঠান । এ বছরও এসএসসিতে বিদ্যালয়টি সাফল্যজনক ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে । আশা করবো আগামী বছর এ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করবে । আমরা জিপিত্র-৫ বেশি সংখ্যক পাক তা চাই না, আমরা চাই কোয়ালিটি পূর্ণ ফলাফল ।সেই সাথে বেশি করে পাশ ।আর কোন সেই যাতে একজন শিক্ষার্থী ঝরে না পড়ে যায় । সেদিকেও নজর রাখতে হবে ।
তিনি বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরো মনোযোগী হতে হবে । প্রত্যেক শিক্ষার্থীকে পাঠ্যবই নিয়ে স্কুলে আসতে হবে । সৃজনশীল হওয়াতে পাঠ্যবইয়ের উপর জোর দিতে হবে বেশি। শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে । শিক্ষার্থীদের বিদ্যালয়ে এমন ভাবে পড়াশুনা করাতে হবে যাতে তাদেরকে পাইভেট পড়তে না হয় । বিশেষ করে গনিত ও ইংরেজি বিষয়ে এ বছর বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে । তাই এই দুটি বিষয়ের উপর জোর দিতে হবে ।অভিভাবকদরে সচেতন করতে হবে । দুর্বল শিক্ষার্থীদের উপর নজর রাখতে হবে বেশি । টার্গেট আগামী এসএসসি । সেই লক্ষ্য নিয়ে চাঁদপুর জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময় করবো । যাতে আগামী বছর অন্তত কুমিল্লা বোর্ডে এসএসসিতে চাঁদপুর ভালো ফলাফল করতে হবে । এ ছাড়াও এ দিন তিনি বিদ্যালয় কার্যক্রম পরিদর্শন করেন ।
মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ,চাঁদপুর জেলা কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লা,বিদ্যালয়ের সহ পধান শিক্ষক (গনিত ) প্রাণকৃষ্ণ দেবনাথ,সহকারী শিক্ষক (ইংরেজী )চাঁদ সুলতানা,সহকারী শিক্ষক (ইংরেজী )মাসুদুর রহমান প্রমুখ । এ সময় বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষিকা খালেদা খানমসহ সকল শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন ।এরপর চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা এবং উপপরিচালক (উপসচিব ) মোহাম্মদ আবদুল হাই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ক্লাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ।
এ সময় তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত পাঠ্যবই পড়া উপর জোর দেন এবং বিদ্যালয়ে পাঠ্যবই আনাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১: ৫০ পিএম, ১ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ