Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শিক্ষকদের ‘নির্দোষ’ দাবি করে বাগাদীতে শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষকদের ‘নির্দোষ’ দাবি করে বাগাদীতে শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীরা বিদ্যালয় আঙিনায় মাননবন্ধন করছে। ছবি: চাঁদপুর টাইমস

শিক্ষকদের ‘নির্দোষ’ দাবি করে বাগাদীতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাথী আক্তারের আত্মহত্যার প্রকৃত দোষীদের বিচার ও শিক্ষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে (৩ সেপ্টেম্বর) শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে দশম শ্রেণির সায়েম হাসান, নবম শেণির মো. রবিউল ইসলাম, শিরিন আহমেদ, রাবেয়া, সপ্তম শ্রেনীর মো. রাব্বি গাজীসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, ‘আমরা সাথী আক্তারের আত্মহত্যার প্রকৃত দোষীদের বিচার চাই। শিক্ষকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কিছু দিনের মধ্যেই আমাদের জেডিসি ও এসএসসি পরীক্ষা। বর্তমানে আমাদের ৬ জন শিক্ষক অনুপস্থিত আছেন। তাই সঠিকভাবে শিক্ষকরা পাঠদান না করাতে পারায় আমরা ভুক্তভোগী হচ্ছি।’

কাদের প্ররোচনায় শিক্ষকদের মামলা প্রত্যাহারের দাবি ও ব্যানার কে তৈরি করে দিয়েছে এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা জানায়, ‘আমাদের কে কেউই শিক্ষকদের মামলা প্রত্যাহারের দাবির জন্য মানববন্ধন করতে বলেনি। আমরা নিজেরাই জন প্রতি ২ টাকা, ৫ টাকা হারে যে যা দিয়েছে তা দিয়ে চাঁদপুর থেকে ব্যানার তৈরি করেছি।’

তবে অভিযুক্ত শিক্ষকদের একজন জাহাঙ্গীর শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তার ব্যক্তিগত মেইল থেকে স্থানীয় গণমাধ্যমে শিক্ষার্থীদের এ কর্মসূচির ব্যানার সংবলিত ছবি ও বিবৃতি পাঠায়। ওই ছবিতে দেখা যায় শিক্ষার্থীরা স্কুল সংলগ্ন রাস্তায় মানবন্ধন করছে।

পরে একটি সূত্র থেকে জানা যায়, রাস্তায় শিক্ষার্থীরা কিছুক্ষণ মানববন্ধন করার পর আরেকটি পক্ষ তাদের হুমকি-দমকি দিয়ে তাড়িয়ে এবং তারা পরে স্কুলের ভেতরে মাঠে গিয়ে মানবন্ধন পালন করে এবং গণমাধ্যম কর্মীদের নজরে আসে।

অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীরের মেইল থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘চাঁদপুরের স্কুল ছাত্রী সাথী আত্মহত্যার প্রকৃত দোষীদের বিচার ও নির্দোষ শিক্ষকদের হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন করেছে।’

অভিযুক্ত শিক্ষকদের একজন জাহাঙ্গীরের মেইল থেকে পাঠানো ছবি, এতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করছে।

অভিযুক্ত শিক্ষকদের একজন জাহাঙ্গীরের মেইল থেকে পাঠানো ছবি, এতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করছে।

প্রসঙ্গত, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামের শ্রমিক দেলোয়ার হোসেন তালুকদারের ৮ম শ্রেণিতে পড়ুয়া সাথী আক্তার রোববার (২৮ আগস্ট) স্কুলে গিয়ে অফিস সহকারী ফাতেমা বেগমের কাছে বেতন ও পরীক্ষার ফি’র পুরো টাকা না দিতে পারায় প্রকাশ্যে রোদের মধ্যে কান ধরে উঠবস করায় এবং দাঁড় করিয়ে রাখে। পর দিন সোমবার বাবা-মা টাকা না দিতে পারায় ক্ষোভে অপমানে আত্মহত্যা করে সে।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply