Home / শিক্ষাঙ্গন / শিক্ষকদের আজই বাড়ি ফিরতে বললেন শিক্ষামন্ত্রী
dr-dipo-moni

শিক্ষকদের আজই বাড়ি ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের আজ বুধবারের মধ্যেই ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন, ‘আমি অবশ্যই বলছি, শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে ফিরে যান। শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে তো আমরা কাজ শুরু করেছি। এরপর যদি তাদের কোনো চাওয়া থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই (আন্দোলনে) আসতে পারেন।’

বুধবার ২৬ জুলাই দুপুরে ইডেন কলেজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন,‘বিরোধী দল যেখানে কর্মসূচি পালন করছে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচি উপলক্ষে এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। এ অবস্থায় শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অপচেষ্টা বন্ধ করা উচিত। আমার প্রশ্ন হলো- বিএনপির কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হলে এর দায়িত্ব আন্দোলনরত শিক্ষক নেতারা নিতে পারবেন? শিক্ষক নেতাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেয়া। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয় এ রকম কিছু করা উচিত নয়।’

তিনি বলেন,‘নির্বাচনের আগে বিরোধী দল আন্দোলনের নামে নানা কিছু করছে। সেই সময় ওনারা (আন্দোলনরত শিক্ষক) আছেন। এর পেছনে অনেক উস্কানি আছে। তারা এখানে আন্দোলন করছেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জিম্মি করে। সরকার জাতীয়করণের পদ্ধতিটি কী হবে সেটার কাজ শুরু করেছে। সেই সময় তারা রাস্তায় থাকলে বোঝা যায়, জাতীয়করণ চাওয়ার চেয়ে তাদের ভিন্ন এজেন্ডা আছে।’

মন্ত্রী বলেন, ‘২৭ ও ২৮ জুলাই শিক্ষকদের নিয়ে একটি আবাসিক শিক্ষক কর্মশালা করা হচ্ছে। আশা করছি, আন্দোলনকারী নেতারাও এতে থাকবেন। সেখানে জাতীয়করণ প্রক্রিয়া বিষয়ে তাদের মতামত জানাতে পারবেন।’ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বুধবার ১৬তম দিনেও তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

২৬ জুলাই ২০২৩
এজি