Home / শিক্ষাঙ্গন / শিক্ষকদের আগস্টের বেতন ও ঈদ বোনাসের চেক হস্তান্তর

শিক্ষকদের আগস্টের বেতন ও ঈদ বোনাসের চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাসের চেক রোববার (২৮ আগস্ট) হস্তান্তর করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতার সরকারি অংশের ১২টি চেক বেতন বণ্টনকারী অগ্রণী ,রূপালী,জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

৬ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকরা বেতন ও ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক তথ্যে নিশ্চিত হওয়া গেছে।

: আপডেট, বাংলাদেশ সময় ৫:৩০ পিএম, ২৮ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ