Home / চাঁদপুর / ‘শিক্ষকগণ শিক্ষাদান না করলে দেশ উন্নত হতো না’
শিক্ষকগণ শিক্ষাদান না করলে দেশ উন্নত হতো না

‘শিক্ষকগণ শিক্ষাদান না করলে দেশ উন্নত হতো না’

চাঁদপুরে শিক্ষা বিভাগে মাঠপর্যায়ের কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
চাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়সমূহে পিবিএম কার্যক্রম জোরদারকরণে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও জেলার ১৫৫টি মাধ্যমিক বিদ্যালয় প্রাধানদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর গনি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালাপূর্ব উদ্বোধনী সভায় জেলা শিক্ষা অফিসার একেএম শফিউদ্দিনের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা মো. মাসুদুল আলম ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান।

তিনি বলেন, শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তারা যদি শিক্ষাদান না করতো, তাহলে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ উন্নত করতে পারতাম না। বর্তমান সরকারের রূপকল্প ভিশন ২০২১ বাস্তবায়নে নারী শিক্ষায় দেশ উন্নত হচ্ছে। দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌছে দিতে সরকার কাজ করছে। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রীরা তাদের উচ্চ শিক্ষা নেয়ার সুযোগ পাচ্ছে। এদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলছে। বিশ্বের সর্বক্ষেত্রে এদেশের অনেক ভূমিকা রয়েছে। এদশে শিক্ষার হার বেড়েছে।

সামাজিক অবক্ষয় প্রসঙ্গে তিনি বলেন, “মাদক, নারী নির্যাতনসহ অসামাজিক কাজে লিপ্ত যারা তাদেরকে ছাড়া দেয়া হবে না। আপনারা নিজে আগে সচেতন হয়ে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ও চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন।

কোরান তেলাওয়াত করেন, খিনা বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। গীতা পাঠ করেন, কচুয়া আলেকজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সরকার।

এ সময় উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক, উপজেলা পর্যায়ের একাডেমিক সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

। আপডেট: ০৩:০০ পিএম, ১৪ নভেম্বর ২০১৫,শনিবার

ডিএইচ