Home / চাঁদপুর / নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ৬ জেলে আটক
atok

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ৬ জেলে আটক

মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করায় ছয় জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.কামরুজ্জামান।

তিনি জানান,গত ২৪ ঘন্টায় মোহনপুর নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন– মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো.মামুন (১৯), মো.মহিন(২০),জহিরাবাদের আরিফ হোসেন (২৬) ও রাসেল পাটোয়ারী (২৫),গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া (৪০) ও মো.শাহিন (৩৬)।

আটককৃতদের মধ্যে দু’জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

অপর ৪ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ৩ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪
এজি