চাঁদপুরে শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচাতো ভাই তাহের বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে শহরের মিশন রোড এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) কালাম গাজী তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
জানা যায়, মানসিক প্রতিবন্ধীর পিতা নাইটগার্ডের চাকুরী করেন। নিরাপত্তার কারণে প্রতিবন্ধী মেয়েকে ঘরের ভেতর শিকল দিয়ে খাটের সাথে বাঁধা অবস্থায় রাখা হয়।
গত ২ ডিসেম্বর দুপুরে ঘরের মধ্যে প্রতিবন্ধী মেয়েকে শিকল দিয়ে আটকে রেখে স্বামীর জন্য খাবার নিয়ে যান মা। তিনি বাড়ি ফিরে জানতে পারেন তাঁর ঘর থেকে বের হওয়ার পর আত্মীয় মো. তাহের হোসেন বেপারী ঘরে ঢুকে পড়ে। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায়, তাহের তার মুখ চেপে ধরে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করেছে। পরে পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেন।
খবর পেয়ে এসআই কালাম গাজী কৌশলে মিশন রোড এলাকা থেকে অভিযুক্ত তাহেরকে আটক করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, অভিযুক্ত তাহের কে গ্রেপ্তারের পর রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সিনিয়র করেসপন্ডেট/
৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur