চাঁদপুর

চাঁদপুরে শাহ্ সিমেন্টের পিঠা উৎসব ও র‌্যাফেল ড্র সম্পন্ন

চাঁদপুর ক্লাব মিলনায়তনে শাহ সিমেন্টের আয়োজনে ‘আমরা করব জয় একসাথে’ এই শ্লোগানকে ধারণ করে শনিবার (৯ ডিসেম্বর) দিনব্যাপি অনুষ্ঠানে অভ্যর্থনা, মধ্যান্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতের পিঠা উৎসব ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলার সকল ডিলারসহ শাহ সিমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, ১৫ বছর ধরে শাহ সিমেন্ট দেশের সিমেন্ট শিল্পে শীর্ষস্থান অক্ষুন্ন রেখে চলছে। ভোক্তার আস্থা অর্জনে আপনারা সব সময় পাশে ছিলেন আপনজন হয়ে। দীর্ঘ পত চলায় আমাদের বন্ধন হয়েছে আরো সুদৃঢ়। আমরা হয়েছি বন্ধুজন, স্বজন। আমরা করেছি জয়, আমরা করবো জয় এক সাথে। শ্রেষ্ঠত্বের ধারবাহীকতায় শাহ সিমেন্ট প্রস্তুত হচ্ছে আরো বৃহৎ পরিসরে। নতুন এই অগ্রযাত্রায় আমরা একসাথে করবো জয়।

দিনব্যাপি অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাহ সিমেন্ট সিনিয়র ম্যানেজার একাউটন্স এন্ড ফাইনাল নাহিদ উল্লাহ, চাঁদপুর এক্সক্লুসিভ ডিলার মেসার্স ফারুক এন্ড মৃধা ব্রাদার্সের প্রোপাইটার ফারুক আহমেদ মৃধা, শাহ সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার ইব্রাহীম খলিল, ন্যাশনাল সেলস ম্যানাজার শাহিনুর আলম, কুমিল্লা রিজোন্যাল ম্যানাজার সজিবুল আলম, হাজীগঞ্জ মেসার্স মা এন্টার প্রাইজের প্রোপাইটার আলহাজ মো. সোহাগ মুন্সি।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ২ : ০০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭, রোববার
এইউ

Share