চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশতী কলেজ ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯ নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর যৌথ উদ্যোগে প্রভাত ফেরী,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ,আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে একুশে র্ফেরুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
এ দিন সকাল ৯টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ গভনির্ং বডির দাতা সদস্য সোহেল রুশদী ।
কলেজ গভনির্ং বডির সদস্য ও ২৯ নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান,সহকারী অধ্যাপিকা আলেয়া চৌধুরী,বিশিষ্ট চলচিত্র অভিনেতা পিজি মোস্তফা,প্রভাষক জিয়াউর রহমান,প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,ইউনিয়ন যুবলীগের নেতা আবুল কাসেম কারী,সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি প্রমুখ ।
আলোচনাসভায় বক্তারা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করা হয় । সবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে কলেজে রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ গভনির্ং বডির দাতা সদস্য সোহেল রুশদী ।
: আপডেট ৩:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur