শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শাহানা’ কার্টুন দেখে মেয়েরা প্রতিবাদ করা শিখবে। স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে গেলে বয়ঃসন্ধিকালে যৌন হয়রানিসহ অন্যায় আচরণের প্রতিবাদ করা শিখতে হবে। এ কৌশলগুলো শেখাতে শাহানা কার্টুন সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।
১১ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে নমুনা ক্লাসের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি সংশ্লিষ্ট অধ্যায়ের সঙ্গে শ্রেণিকক্ষে শাহানা কার্টুন ব্যবহারের উদ্বোধনকালে এসব কথা বলেন ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, নারীকে দুর্বল ভাবা হয়। কিন্তু কাউকে দুর্বল ভেবে অত্যাচার করা আইনবিরোধী। এই শাহানা কার্টুনের মাধ্যমে আমরা দেখেছি, শাহানা মেয়েটি কীভাবে প্রতিবাদ করে। তিনি সেখানকার শিক্ষার্থীদেরও যেখানেই অপরাধ দেখবে সেখানেই প্রতিবাদ করার জন্য উৎসাহ দেন।
ডা.দীপু মনি বলেন, শাহানা কার্টুন চরিত্রটি বয়ঃসন্ধিকালে যৌন হয়রানি, যৌতুক ও বাল্যবিবাহসহ অধিকার ক্ষুণ্ন হয়-এমন কাজগুলোর বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হয়, সে কৌশল শেখাবে। কারণ কারও অধিকার ক্ষুণ্ন হওয়া শুধু একজনের পক্ষে খারাপ এমন নয়, পুরো সমাজের জন্যই সেটা ক্ষতিকর। সেজন্যই আমাদের সবার অধিকার রক্ষা করতে হবে।
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur