মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১ লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (১৮ জানুয়ারি) শনিবার দুপুরে হাটপাড়া এসপিএল এর আয়োজনে হাটপাড় ভূইয়া বাড়ি সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
খেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবি এম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ।
খেলা সার্বিক সহযোগিতায় ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রতন ভুঁইয়া, প্রবাসী মোঃ মনির হোসেন, মোঃ মহিন উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ সোহেল, মেজবাহুল হক, মাসুম, বাদলসহ আরো অনেকে। আয়োজক সূত্রে জানায় উক্ত খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী ম্যাচে উনকিলা যুবক্রীড়া সংঘ ও রহিমানগর একাদশ উদ্বোধনী ম্যাচে খেলেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন,১৮ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur