আপনারা সর্তক থাকবেন। কেউ যেনো কাউকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ না করে। শাহরাস্তি-হাজিগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ মাথা উচুঁ করে দাড়াতে পারবে না। আমরা কোনোভাবে এ দেশে জঙ্গিদের ঠাঁই দিবো না।’
বৃহস্পতিবার (৪ আগস্ট) শাহরাস্তি উপজেলার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ সাবেক স্বারাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শান্তির ধর্ম ইসলাম সারা পৃথিবীতে স্বীকৃত। কিছু নামধারী ব্যক্তি ইসলাম ধর্মের নামে যে সকল কর্মকান্ড করছেন, তা প্রিয় নবী শুনলেও আঁতকে উঠতেন। ইসলাম ধর্মে নিজের প্রাণ দেয়াও যেখানে নিষিদ্ধ সে খানে মানুষ হত্যা করা মহাপাপ। ইসলাম ধর্মকে ব্যবহার করে যে সকল সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছে তার সাথে ইসলাম ধর্মের কোনো সর্ম্পক নাই।’
সাম্প্রতিক জঙ্গি হামলায় ঘটনায় তিনি বলেন, ‘একজন তরুণ কিশোর কিভাবে আত্মঘাতী হয়ে উঠে এর রহস্য বের করা হবে। আমাদের তরুণ সমাজ যাথে ভুল করে এ পথে পা না বাড়ায়, সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। খুতবার মাধ্যমে মানুষকে বুজাতে হবে। ইসলাম ধর্ম কোনো ভাবেই নাশকতা পছন্দ করে না। এ ব্যাপারে সমাজের প্রতিটি স্তরের জনগণের দায়িত্ব রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে ও করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক একে এম মাহবুবুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী , পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, , উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. জেসমিন আকতার বানু, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাও. সফি উল্ল্যাহ।