শাহরাস্তির সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন মিরন।
সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ডাঃ মফিজুর রহমান মজুমদার, বিদ্যালয় রচনা কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুর রহিম, মোঃ শফিকুর রহমান, সোনালী ব্যাংক কালিয়াপাড়া শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও শাহরাস্তি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ আব্দুর রব, মোঃ আবু জাফর, মোঃ মাজহারুল ইসলাম মিঠু, মোঃ এমরান হোসেন, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক রূপনাথ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামসহ সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মেজবাহুল ইসলাম লতিফি সাহেব।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১২ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur