চাঁদপুর টাইমস, শাহরাস্তি :
অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে চাঁদপুরের শাহরাস্তিতে নিজ শিশু কন্যা সুমাইয়া (৩) কে পিটিয়ে খুনের দায়ে বাবা ওমর ফারুক এমরান হোসেনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
শাহরাস্তির জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাছলিমা শারমিন এর আদালতে আজ সোমাবার পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
নিজেদের আলৌকিক ক্ষমতার প্রমান দিতে গিয়ে গত ৪ আগস্ট বাবা এবং মা পিটিয়ে হত্যা করে নিজেদের শিশু সন্তান সুমাইয়াকে।
এ ছাড়া এ ঘটনায় আটক মা আমেনা বেগম জেলা হাজতে রয়েছেন। তার মানসিক অবস্থা পর্যালচনা করে তাকেও রিমান্ডে আনার আবেদন করা হবে জানিয়েছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
চাঁদপুর টাইমস- এমএ/ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur