শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রঘুরামপুর দলীয় কার্যালয়ে এ কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি বিএনপি নেতা হারুন অর রশিদ, মোঃ কামাল হোসেন, মোঃ সুমন রাজ, মুসলিম বেপারী, মোঃ আনোয়ার হোসেন রাজ, যুবদল নেতা মোঃ হুমায়ন, ফয়সাল পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম দিদার, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ জাকির হোসেন, ছাত্রদল নেতা মোঃ রাকিব, মোঃ সজীবসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সর্বসম্মতি ক্রমে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শহিদ উল্লাহ পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিলন, ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন ও মোঃ আব্দুল খালেককে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আগামী ৩ দিনের মধ্যে ওয়ার্ড বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে, ইউনিয়ন বিএনপির নিকট জমা দেওয়ার নির্দেশ দেন।
সম্মেলনে বক্তারা বলেন দলকে আরো সু-সংগঠিত করতে, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হকের নেতৃত্বে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৭ জানুয়ারি ২০২৪