চাঁদপুর ফরিদগঞ্জে বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম এ হান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মনোনয়ন সংগ্রহকালে এম এ হান্নানের সাথে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের পদধারী বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার পেস্টুন হাতে নিয়ে শ্লোগান দেয় এবং জনপ্রিয় প্রার্থী এম এ হান্নানকে চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবী জানায়।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহের পর এম এ হান্নান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে ফরিদগঞ্জের আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
মনোনয়নপত্র সংগ্রহের পূর্বে শো-ডাউনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছ, খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ ফরিদগঞ্জ-এর আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ আব্দুল মালেক বুলবুল, বিএনপি নেতা ডা. আজাদ, ইউপি চেয়ারম্যান মো. মহসিন হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ৩নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী, ১নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, আমজাদ হোসেন শিপন, বিএনপি নেতা আলমগীর হোসেন পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, ১৫নং ইউনিয়নের তোফায়েল আহম্মেদ, ১৪ নং ইউনিয়নের শাহাবুদ্দিন মাষ্টার, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফ পাটওয়ারী, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মাসুদ আলম, সদস্য জহির মেম্বার, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য জামাল হোসেন, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ১২নং ইউনিয়ন বিএনপি নেতা নেছার গাজী, সেকু মেম্বার, ১০নং ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদের মেম্বার, ৯নং ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম, সাইফুল ইসলাম, ৮নং ইউনিয়নের ফারুক মিয়াজী, সাবেক ইউপি সদস্য লোকমান দর্জি, ৭নং ইউনিয়নের মোফাজ্জল হোসেন মফু, আব্দুল মতিন মেম্বার, ৬নং ইউনিয়নের মাসুদ মেম্বার, হারুন গাজী, ৩নং ইউনিয়নের গিয়াস উদ্দিন, ফারুক মোল্লা, ২নং ইউনিয়নের আলী হারেছ মিয়াজী, গিয়াস উদ্দিন মিজি, বিএনপি নেতা ইউনুছ বেপারী প্রমুখ।
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ