শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজে অনলাইন ফি আদায় চালু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের বেতন, ভর্তি, পরীক্ষা ও অন্যান্য বিবিধ ফি পরিশোধ এখন থেকে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থাপনার আওতায় আসছে। সোনালী ব্যাংক পিএলসি উদ্ভাবিত Sonali Bank Payment Gateway (SPG) সেবার মাধ্যমে কলেজটিতে ডিজিটাল ফি আদায় কার্যক্রম শুরু হলো।

৪ ডিসেম্বর কলেজ মিলনায়তনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায় এবং মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। অনলাইন ফি প্রদান ব্যবস্থা শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি আর্থিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে। তিনি এ উদ্যোগকে স্থানীয় শিক্ষাখাতে ডিজিটাল রূপান্তরের উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার। তারা বলেন, নগদ লেনদেন কমে গেলে আর্থিক ব্যবস্থাপনায় নিরাপত্তা ও জবাবদিহি বাড়বে।

অনুষ্ঠানের সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আবু ইউসূফ (রূপন) জানান, SPG সেবা চালুর ফলে শিক্ষার্থীরা দেশের যেকোনো স্থান থেকে দ্রুত, সহজ ও নিরাপদভাবে ফি পরিশোধ করতে পারবে। এতে সময়, খরচ এবং প্রশাসনিক জটিলতা কমে আসবে।

শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুস মিজি, হিতৈষী সদস্য ইকবাল হোসেন, সাবেক এজিএস আলী আজগর মিয়াজি সহ অন্যান্য অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী এবং যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সোনালী ব্যাংকের SPG সেবা যুক্ত হওয়ায় মেহের ডিগ্রী কলেজ এলাকায় সরকারি ডিজিটাল সেবা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ হলো। অনলাইন ফি আদায় ব্যবস্থা কলেজের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠান শেষে মেহের ডিগ্রি কলেজের ৩০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থী কলেজ গভর্নিং বডির উদ্যোগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপম।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৫ ডিসেম্বর ২০২৫