শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজেের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বিকেলে কলেজ পরিচালনা পর্ষদের আয়োজনে অধ্যক্ষের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ এর সভাপতিত্বে ওই সভায় তিনি উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করে এ প্রতিষ্ঠানটির উন্নতিতে ভূমিকা রেখে যারা দুনিয়া থেকে চলে গেছেন তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে ভূমিকা রাখা জীবিত সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কলেজের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ বিষয়ে আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু ইউসুফ তার বক্তব্যে বলেন, কলেজটি এ জনপদের প্রাচীনতম গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই প্রতিষ্ঠানটির উন্নতিতে পাঠদান কার্যক্রম সর্বদা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
আমি বিশ্বাস করি, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ, আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।
পরবর্তীতে শিক্ষক মিলনায়তনে নবনিযুক্ত সভাপতি ও অন্যান্য সদস্যরা শিক্ষকবৃন্দের সঙ্গে পরিচয় পর্ব শেষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
ওই সময় ক্যাম্পাসটি সকলের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় মুখরিত হয়ে উঠে।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য মো. আয়েত আলী ভূঁইয়া, সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য যদু চন্দ্র শীল, শাহেদুল হক মজুমদার ও সুফিয়া আক্তার, হিতৈষী সদস্য মো. ইকবাল হোসেন, অভিভাবক প্রতিনিধি গাজী মো. কবির হোসেন, মো. আবুল কাশেম ও মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, মো. আহসান উল্যাহ ও ফারজানা আক্তার।
এ প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে এ জনপদের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৭ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur