শাহরাস্তি

শাহরাস্তি ভাটনীখোলা সপ্রাবির বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

চাঁদপুর শাহরাস্তি উপজেলার ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ২ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর মো. নাজির হোসেন পাটওয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক পাটওয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক পাটওয়ারী, সাংবাদিক মো. রফিকুল ইসলাম পাটওয়ারী, হাসানুজ্জামান এবং প্রবাসী মো. ফখরুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া সুলতানা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ মেধা বিকাশে সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আপনারা শিক্ষার্থীদের এমন শিক্ষা দেবেন যাতে তারা শুধু ডিগ্রি অর্জনই নয়, প্রকৃত মানুষও হতে পারে, সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারে এবং নিজের দেশকে ভালবাসতে শেখে।

তিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্রীড়া নৈপুণ্যে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি ছাত্র-ছাত্রীদের ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক দৈনিক ক্রাইম ওয়াচ রিপোর্ট, (ঢাকা ডিভিশন) সাংবাদিক মো. কামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ৫ শ’২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রতিবেদক-মাহবুব আলম, শাহরাস্তি
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৬ পিএম ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Share