শাহরাস্তি বিদ্যানিকেতনের সাফল্যের এক যুগ বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা

শাহরাস্তি বিদ্যানিকেতনের সাফল্যের এক যুগ বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (৬ জুলাই) শনিবার দুপুরে শাহরাস্তি বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম জেড ইসলাম এন্ড কোম্পানির ম্যানেজিং পাটনার মোঃ ফখরুল আলম পাটোয়ারী (এফসিএ)। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজান মিয়া, আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিঃ কচুয়ার সাচার পিএলসি শাখার ম্যানেজার মোঃ হাসান মজুমদার, গ্লোবাল ইসলামী ব্যাংক কালিয়াপাড়া উপ শাখার ম্যানেজার মোঃ নাজমুল আলম নোমান। এ সময় বক্তারা বলেন আমাদের শাহরাস্তি বিদ্যানিকেতনে বিশেষ করে যে সু-শিক্ষা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই আমরা এখানে আমাদের শিক্ষার্থীদের একটি ভাল পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে তারা সবাই ভাল মূল্যবোধের শিক্ষা অর্জন করতে পারে এবং প্রতিদিন নতুন জিনিস শিখতে পারে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের বিদ্যানিকেতনের কমিটির সদস্যরা এবং শিক্ষকরা এই কাজ করার ক্ষেত্রে কোন কসরত রাখেননি। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, আমরা আমাদের ছাত্র এবং শিক্ষক উভয়ের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত সাফল্যকে প্রকাশ্যে উদযাপন করার সুযোগ পাই।

আমাদের ছাত্র শুধুমাত্র শিক্ষায় পারদর্শী নয়, খেলাধুলা, স্কুল ইভেন্টের আমাদের বিদ্যানিকেতনের প্রশংসা অর্জন করতে এবং এটিকে দেশব্যাপী স্বীকৃতি দিতে সাহায্য করবে। শিক্ষার্থীরা এবং অত্যন্ত দক্ষ পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি আমাদের শিক্ষকদের যৌথ প্রচেষ্টা আমাদের এই শাহরাস্তি বিদ্যানিকেতনের সাফল্য অর্জন করতে পেরেছে। উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন সাধু, কোষাধাক্ষ তোছাদ্দেক হোসেন, ভূমি দাতা মোঃ ইমরান হোসেন পাটোয়ারী, সুয়াপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক আকতারুজ্জামান, মোঃ শাহাজানসহ বিদ্যানিকেতনের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক পুরস্কারের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ৬ জুলাই ২০২৪

Share